দেশে বড় ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা নেই। তবে দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। শুক্রবার ১৫
অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো.বজলুর রশিদ জানিয়েছেন।
তিনি বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে সারাদিন মেঘলা আকাশের সাথে রোদের দেখা মিলতে পারে। দুপুরের পর ঢাকায় নামতে পারে বৃষ্টি। এছাড়া অন্যান্য অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।’
আবহাওয়া অফিস জানায়, দেশের বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাপমাত্রার তথ্যে বলা হয়েছে,সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে।
বৃষ্টিপাতের তথ্যে বলা হয়েছে,আগামি দু’দিন বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে। আগামি ৫ দিনে পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে।
আবহাওয়া বার্তা , ১৫ অক্টোবর ২০২১
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur