মা ইলিশ রক্ষায় ১০ তম দিনে চাঁদপুরের পদ্মা-মেঘনায় নৌ পুলিশের অভিযান পরিচালনা করে ১কোটি ৪০ লক্ষ মিটার কারেন্ট জাল, ৫টি নৌকা, ৮০ কেজি ইলিশসহ ২২ জেলেকে আটক করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ।
১৩ অক্টোবর বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপি অভিযানে সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের শিলারচর, লগ্মিমারা চর, মিনি কক্সবাজার, রওনাগোয়ালসহ পদ্মা-মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন- চাঁদপুর মতলব উত্তর উপজেলার মোঃ শাহজাহান সরদার, আবু বক্কর, জাহাঙ্গীর প্রধানিয়া, সুজন প্রধানিয়া, জহির পন্ডিত, শিমুল বেপারী, মোঃ মমিন আলী গাজী, শহরের নিশি বিল্ডিং এলাকার আলামিন মোল্লা, মোঃ রাকিব হোসেন, শরীয়তপুর জেলার মোঃ রবিউল হোসেন, মজিবুর রহমান গাজী, মোঃ আশ্বাদ খান, মোঃ সাইফুল ইসলাম, নছর গাজী, হারুন গাজী, আব্দুল কাদের ছৈয়াল, নাসির গাজী, মোঃ মাইনুদ্দিন, মোঃ হৃদয়, হযরত আলী গাজী, আনোয়ার হোসেন, আবুল কালাম।
নৌ থানা পুলিশ জানায়, চাঁদপুর নৌ পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান এর নির্দেশে নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম এর নেতৃত্বে চাঁদপুরের পদ্মা মেঘনার নৌ সীমানায় ১০ তম দিনে অভিযান পরিচালনা করে ১কোটি ৪০ লক্ষ মিটার কারেন্ট জালসহ ২০ জেলেকে আটক করা হয়। এছাড়া ৫টি জেলে নৌকা ও ৮০ কেজি ইলিশ জব্দ করা হয়। এছাড়া ১২টি নৌকা নদীতে ডুবিয়ে দেয়া হয়। জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়। আর জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, মা ইলিশ রক্ষা অভিযানে চাঁদপুরের পদ্মা মেঘনায় জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পারে, তার জন্য নৌ থানা পুলিশ কাজ করছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, ইলিশের উৎপাদন বাড়াতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ প্রজনন ক্ষেত্রে ইলিশসহ সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur