চাঁদপুরের প্রশাসক কার্যালয়ে ভূমিকম্প ও আগুন লেগেছে। লোকজন এদিক সেদিক ছুটাছুটি করে বেশ কয়েকজন আহতও হয়েছেন। দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ভূমিকম্প ক্ষতিগ্রস্ত স্থানে এসে আগুন নিয়ন্ত্রণ করে। আহত ব্যাক্তিদের এম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
১৩ অক্টোবর বুধবার সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এমনই দৃশ্য দেখা গেছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের সচেতনামূলক মহড়ায়। সড়কের পথচারী ও বিভিন্ন অফিস আদালতের মানুষ এই মহড়া দেখতে সেখানে ভিড় জমান। তাদের মধ্যে অনেকেই ভূমিকম্প ও আগুন লেগেছে ভেবে ছুটাছুটি করে সেখানে জড়ো হন।
‘মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি’ এ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ বলেন, উন্নত বিশ্বের যে দুর্যোগ হয় তাতে অনেক ক্ষতি হয়ে থাকে। সেই দিক থেকে বাংলাদেশে দুর্যোগ হলে অনেক কম ক্ষতি সাধন হয়ে থাকে। আমাদের সবার প্রথম সচেতন হতে হবে। দুর্যোগ সময়ে কোন কিছু না বুজে ছুটাছুটি করা যাবে না। কোন পরিস্থিতিতে কি করতে হবে, সেই বিষয়ে ধারনা রাখতে হবে। আমাদের ফায়ার সার্ভিসের ভাইয়েরা দুর্যোগ ব্যবস্থাপনায় চমৎকার ভূমিকা পালন করছেন। তাদের সাথে সাথে আমাদেরকেও সচেতন হয়ে কাজ করতে হবে।
চাঁদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সাহিদুলের পরিচালনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের মহড়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহীউদ্দীন, জেলা আনসার ভিডিপির সহকারী কমান্ডার শাহ নেওয়াজ প্রমুখ।
প্রতিবেদক: শরীফুল ইসলাম, ১৩ অক্টোবর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur