চাঁদপুর সদর হানারচর ইউনিয়নে মা ইলিশ রক্ষায় নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
১০ অক্টোবর রবিবার সকালে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হারুনুর রশিদের নেতৃত্বে চাল বিতরণ করা হয়। হানারচর ইউনিয়ন পরিষদে পূর্বেই নিবন্ধিত জেলার সংখ্যা ছিল ২ হাজার ৮৭ জন।
যাচাই-বাছাই করে ও হালনাগাদ শেষে বর্তমান জেলার সংখ্যা ২ হাজার ১ শ ১৮ জন।গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ২ হাজার ১শ ১৮ জন নিবন্ধিত জেলের মাঝে ২০ কেজি পরিমাণ চাল বিতরণ করা হয়। ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা মো.আনিসুর রহমান।
আরো উপস্থিত ছিলেন ইউপি সচিব এম এ কুদ্দুস রোকন, ইউপি সদস্য আবুল খায়ের, আবদুল হালিম বেপারী, মো. দেলু বেপারী, আ. বারেক তালুকদার, অলি উল্যা মিজি, আ. কাদের মিজি, রাশিদা বেগম, শামিমা আক্তার, খুরশিদা বেগম।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur