চাঁদপুরে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মহিন গাজী(২৮)সহ ৩ জনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের দক্ষিণ হাপানিয়া গ্রামে মডেল থানার এএসআই আব্দুল মোতালেব অভিযান চালিয়ে এই পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মহিন গাজী দক্ষিণ হাপানিয়া গ্রামের মিজান গাজীর ছেলে। সে দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশ বেশ কয়েকবার অভিযান চালিয়েও গ্রেফতার করতে পারেনি অবশেষে মডেল থানার চৌকস পুলিশ কর্মকর্তা এএসআই মোতালেব দক্ষতার পরিচয় দিয়ে অবশেষে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এছাড়া এসআই মোতালেব এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ছাড়াও আরো ৩জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছে। চলতি মাসের মধ্যে ৭ দিনে এসআই মোতালেব ছয়জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
চাঁদপুর মডেল থানায় ইতি পূর্বে যে সকল ওয়ারেন্টভুক্ত আসামিদের পুলিশ গ্রেপ্তার করেছে তাদের মধ্যে সবচেয়ে বেশি ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার করেছে এই পুলিশ কর্মকর্তা এএসআই আব্দুল মোতালেব।
সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের আদালতে প্রেরণ করলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করে আদালত।
প্রতিবেদকঃ কবির হোসেন মিজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur