বঙ্গমাতা আন্তঃজেলা মহিলা বাস্কেটবল টুর্ণামেণ্ট-২০২১ এর প্রথম খেলায় রাজশাহী জেলা মহিলা বাস্কেটবল দলকে ১৫-১২ পয়েন্টের ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে চাঁদপুর জেলা মহিলা বাস্কেটবল দল।
১ অক্টোবর শুক্রবার সকাল ৭টায় যশোর বাস্কেটবল গ্রাউন্ডে উভয় দলের প্রথম রাউন্ডের খেলায় চাঁদপুর জয়লাভ করে। চাঁদপুর জেলা মহিলা বাস্কেটবল দলের এই সাফল্যের খবরে টিম চাঁদপুরবে অভিনন্দন জানিয়েছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। পাশাপাশি চাঁদপুর জেলা দলের এই বিজয়ে খেলোয়াড়দের নিজদের আত্মবিশ্বাস আরো বেশি মজবুদ হয়েছে। যা পরবর্তী খেলায় অনুপ্রেরণা হয়ে সহায়ক ভূমিকা রাখবে।
২ অক্টোবর সকালে খুলনা জেলা মহিলা দলের সাথে দ্বিতীয় এবং দুপুরে দিনাজপুর জেলা মহিলা দলের সাথে নিজেদের তৃতীয় খেলায় অংশ নিবে চাঁদপুর জেলা দল।
চাঁদপুর জেলা দলের খেলোয়াড়েরা হল; সুমাইয়া আক্তার শারমিন, মিতু আক্তার, আয়েশা আক্তার নোভা, তামিম আক্তার প্রীতি, সুমাইয়া আক্তার বিথী, খাদিজা আক্তার অপু, ছানিয়া আক্তার, ইতি আক্তার, জায়েদা আক্তার, ইসরাত জাহান ফারিয়া, ফারহানা আক্তার মেঘলা। দলের কোচের দায়িত্বে আছেন খান এমএ জাহিদ, টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন শামসুন্নাহার মেধা।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur