চাঁদপুর টাইমস, গাইবান্ধা:
ঘটনাটি আরো মাস খানেক পূর্বে যখন প্রচণ্ড তাপদাহে পুড়ছে গাইবান্ধা। গরমে হাঁসফাঁস করছে সব বয়সী মানুষ। বৃষ্টির দেখা নেই। এমন পরিস্থিতিতে জেলায় বৃষ্টি কামনায় ব্যাঙের বিয়ের আয়োজন করে একদল কিশোর-কিশোরী।
শুক্রবার বিকেলে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভাটপাড়া গোপালপুর গ্রামে ব্যতিক্রধর্মী এ আয়োজনে মেতে ওঠে তারা।
ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি নামবে বলে তাদের বিশ্বাস। তাই বিয়ে উপলক্ষে সাজানো হয়েছিল চালন, কুলো, জ্বালানো হয়েছিল প্রদীপ। পান, সুপারি থেকে শুরু করে দুর্বা ঘাস, মিষ্টি, মাটির দলাসহ বিভিন্ন উপকরণ ছিল বিয়ের আয়োজনে।
বিয়ের আসরে দুই ব্যাঙের পক্ষের কিশোর কিশোরীরা নিজেরাও সেজেছিল বর্ণিল সাজে।
আগের দিন থেকে ধরে রাখা দু’টি ব্যাঙকেও রঙিন করে সাজানো হয়েছিল। বিয়ে উপলক্ষে তাদের নাচ আর থামছিল না।
বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগেই জলাশয়ে নব দম্পতিকে ছেড়ে দেয় তারা
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur