ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক সংক্রমণ ফের বেড়েছে। এ সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৭২৭ জন।
বৃহস্পতিবার আক্রান্ত হয়েছিলেন ২৩ হাজার ৫২৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় তিন হাজার।
শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায় এনডিটিভি।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ২৭৭ জনের। এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ২৮ হাজার ২৪৬ জন।
এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন তিন কোটি ৩৭ লাখ ৬৬ হাজার মানুষ, মৃত্যু হয়েছে চার লাখ ৪৮ হাজার ৩৩৯ জনের।
এর আগে গত দুয়েকদিন দেশটিতে সংক্রমণের হার কিছুটা কম থাকলেও ফের বাড়ছে এ মহামারির প্রকোপ।
চীনের উহান থেকে ছড়িয়ে যাওয়া এ ভাইরাসে শুক্রবার পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ৪৭ লাখ ৯৭ হাজার ৩২৮ জনের, আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৪৫ লাখ ৬৩ হাজার ৫১৭ জন।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur