প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দোয়া, মুনাজাত ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকালে হাজীগঞ্জ পৌর মার্কেটে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড. হেলাল হোসেন, বিশেষ অতিথি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল।
অনুষ্ঠানের আয়োজক উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শরীফ মোল্লার সঞ্চলনায় আরো বক্তব্যে রাখেন, হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন, সাবেক ছাত্রনেতা রাকিবুল ইসলাম রাকিব, সাবেক ছাত্রনেতা সিদ্দিকুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক শ্রী রঞ্জনশীল মুন্না, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল হাসনাত জুয়েল, যুগ্ন সাধারন সম্পাদক কাউসারউল আলম কামরুল, সহ-সভাপতি আতাউর রহমান পাটোওয়ারী, সহ-সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ।
এ সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক হাবিবুর রহমান হিটু, পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রাজন চন্দ্র সাহা, সাবেক ছাত্রনেতা নাজমূল আহসান নয়ন, আনিসুর রহমান সূজন প্রমুখ।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur