চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের আমুয়াকান্দা এলাকায় একটি প্রাইভেট কারের ধাক্কায় সন্ধ্যা রাণী (৪৫) নামে নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আমুয়াকান্দা বেড়িবাঁধে এ দুর্ঘটনা ঘটে বলে মতলব উত্তর থানার ভারপ্রার্প্তকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান। সন্ধ্যা রাণী পাশ্ববর্তী ধনাগোদা নদী থেকে পানি নিয়ে বাড়ি ফেরার পথে বেরীবাধেঁর রাস্তার ওপর সজোরে একটি প্রাইভেট কার ধাক্কা মারে।
তিনি বলেন, দুর্ঘটনার জন্য দায়ী প্রাইভেট কারটি ও তার চালককে স্থানীয়রা আটক করে। দুর্ঘটনায় গুরুত্বর আহত সন্ধ্যা রাণীকে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে নেয়ার পথে সন্ধ্যা রাণীর মৃত্যু হয়। নিহত সন্ধ্যা রাণী আমুয়াকান্দা গ্রামে সন্তুষ দাশের স্ত্রী। নিহত সন্ধ্যা রাণী দুই ছেলে ও এক মেয়ের জননী।
নিজস্ব প্রতিবেদক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur