চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর এলাকায় এক মাদ্রসাছাত্রীকে (১৪) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে মো. মিজান (রাসেল) নামের এক যুবক। মো.মিজানের বাড়ি জামালপুরের বকশিগঞ্জ উপজেলার নিলক্ষ্মীয়া গ্রামে। সে ওই গ্রামের ফরহাদ হোসেনের ছেলে।
মিজান চাঁদপুরের হাজীগঞ্জে একটি গ্যারেজে শ্রমিকের কাজ করে।
এ ঘটনায় শনিবার ছাত্রীর মা বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করলে পুলিশ৷ ২৫ সেপ্টেম্বর শনিবার দুপুরে নারায়ণপুর এলাকা থেকে মিজান (রাসেল)কে গ্রেপ্তার করে।
ধর্ষণের শিকার ছাত্রীটি মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা। সে স্থানীয় একটি মাদ্রাসায় দশম শ্রেণিতে পড়ে।
পুলিশ ও ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, ওই ছাত্রীর ভাবীর মুঠোফোনের মাধ্যমে ছাত্রীটির সঙ্গে মিজানের পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ও ঘনিষ্ঠতা তৈরি হয়।
গত ৯ সেপ্টেম্বর ছাত্রীটি তাঁর মাদ্রাসায় যায়। মিজান খবর দিয়ে ছাত্রীটিকে মাদ্রাসার ফটকের সামনে নিয়ে আসেন।
পরে নানা ভাবে ফুসলিয়ে সেখান থেকে অপহরণ করে ছাত্রীটিকে হাজীগঞ্জের তাঁর (মিজান) বাসায় নিয়ে যান। এরপর বিয়ের আশ্বাস দিয়ে ছাত্রীটিকে সেখানে একাধিকবার ধর্ষণ করেন।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে পুলিশ নারায়ণপুর এলাকা থেকে মিজান রাসেলকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, ছাত্রীটিকে আজ দুপুরে চাঁদপুর জেনারেল হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা হবে। আসামিকে রোববার চাঁদপুর আদালতে পাঠানো হবে।
প্রতিবেদকঃ মাহফুজ মল্লিক, ২৫ সেপ্টেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur