কচুয়া উপজেলার সাচার বাজারে উন্নত সেবার প্রতিশ্রুতি নিয়ে ‘সেবা ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের’ শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাচার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. কবির হোসেন মজুমদারের সভাপতিত্বে ও মার্কেটিং অফিসার মো. হাছান চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিতারা ইউপি চেয়ারম্যান মো. ইসহাক সিকদার।
বক্তব্য রাখেন, সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন মোল্লা,রেঁনেসা হাসপাতালের চেয়ারম্যান মহিউদ্দিন মজুমদার,সাচার বাজার পরিচালনা কমিটির সভাপতি সালাউদ্দিন ভূঁইয়ার হীরা প্রমুখ।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন সাচার বাজার পুলিশ ফাঁড়ি জামে মসজিদের ইমাম মাওলানা দেলোয়ার হোসেন। এসময় বাজারের ব্যবসায়ী,হাসপাতালের সদস্যবৃন্দ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদকঃ জিসান আহমেদ নান্নু, ২৪ সেপ্টেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur