আনোয়ারুল হক:
চাঁদপুরে দুই হাজার পিচ ইয়াবাসহ নুর উদ্দিন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টায় কুমড়ারডুগি এলাকা থেকে তাকে আটক করা হয়।
গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর-কুমিল্লা সড়কের কুমারডুগি এলাকায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল খন্দকার সঙ্গীয় ফোর্স নিয়ে যাত্রীবাহী সৈদিয়া বাসে অভিযান চালিয়ে দুই হাজার পিচ ইয়াবাসহ নূর উদ্দিনকে আটক করা হয়।
নূর উদ্দিন চট্টগ্রামের বহদ্দার হাট এলাকর আকতার কামালের ছেলে। মঙ্গলবার দুপুরে নূর উদ্দিন এর বিরুদ্ধে মাদকদ্রব্য আইন মামলা করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
আটকৃত নূর উদ্দিন গোয়েন্দা পুলিশের নিকট স্বীকারোক্তিকে জানায়, ‘চাঁদপুরে বাবুর হাটের হাছান ও ফারুক মিজির কাছে ইয়াবা দেওয়ার জন্য চট্টগ্রাম থেকে সৈদিয়া বাস যোগে চাঁদপুরে আসছিলো।
বাবুরহাটের হাছান ও ফারুক এর পূর্বে চট্টগ্রাম থেকে এভাবে একাধিকবার ইয়াবা চাঁদপুরে এনেছে।
চাঁদপুর টাইমস- এএইচ/ডিএইচ/2015।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur