পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২ কোটি ২১ লক্ষ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অন্তর্গত বিসিজি স্টেশন চাঁদপুর।
২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কোস্ট সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, ইলিশ সম্পদ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন এলাকায় স্টেশন কমান্ডার চাঁদপুর লেঃ এম সাদিক হোসেনের নির্দেশক্রমে সাঃ লেঃ রুহান মঞ্জুর এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদীতে পাতানো অবস্থায় ৬ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১ টি বেহুন্দী জাল জব্দ করা হয়।
জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ২১ লক্ষ ৫০ হাজার টাকা মাত্র।
উক্ত অভিযানে সহকারী মৎস্য কর্মকর্তা চাঁদপুর সদর উপজেলা মোঃ মাহবুব রশীদ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন,বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন এর পাশাপাশি অবৈধ জাল দিয়ে মৎস্য আহরণ নিষিদ্ধ করণের লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ২৩ সেপ্টেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur