কুমিল্লায় বুড়িচংয়ে বসতঘরে আগুনে পুড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ওই কলেজছাত্রের নাম আলাউদ্দিন (২১)। আলাউদ্দিন আব্দুল মতিন খসরু ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। তার বাবা অটোরিকশা চালক।
২১ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৮টার দিকে বাকশীমূল ইউনিয়নের খাড়েরা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় মেম্বার ফয়েজ আহম্মেদ জানান, আলাউদ্দিনের মানসিক সমস্যা ছিল। তাকে ঘরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। আগুন লাগলে তার মা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি।
বুড়িচং ফায়ার সার্ভিসের লিডার জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পরে ঘরের একটি কক্ষ থেকে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের থেকে আগুনের সূত্রপাত হয়।
কুমিল্লা প্রতিনিধি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur