২৪ ঘন্টায় চাঁদপুরে ১৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
চাঁদপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শনিবার রাত থেকেই অব্যাহত রয়েছে। হঠাৎ বৃষ্টির কারণে শহরের রাস্তা-ঘাট, পুকুর, জলাশয় পানিতে পরিপূর্ণ হয়ে যায়। শহরের বিভিন্ন স্থানের ড্রেনগুলো বৃষ্টির পানিতে পরিপূর্ণ হয়ে রাস্তায় হাটু পানি পর্যন্ত হতে দেখা যায়। রাস্তায় বৃষ্টির পানি জমে থাকায় সাধারণ মানুষের চলাচলে কিছুটা বিঘ্ন ঘটায়।
চাঁদপুর আবহাওয়া পর্যবেক্ষণাগার এর অফিসার ইনচার্জ শাহ মুহাম্মদ শােয়েব চাঁদপুর টাইমসকে বলেন, চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টি হচ্ছে। চাঁদপুরে ১৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিন্ম তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামি ৭২ ঘন্টায় বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ১৯ সেপ্টেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur