মিজানুর রহমান রানা | আপডেট: ০৭:২৯ অপরাহ্ণ, ১০ আগস্ট ২০১৫, সোমবার
চাঁদপুর কল্যাণপুরে ১১ বছর বয়সী কিশোরী ধর্ষিত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, গত ৪ আগস্ট রাত ১১টায় ওই কিশোরীর বাবা-মায়ের অনুপস্থিতিতে তার আপন চাচাতো ভাই কালাম তপাদারের ছেলে ইরণ (২২) তাকে ঘরে একা পেয়ে উপুর্যপরি ধর্ষণ করে। ধর্ষণের ফলে ওই কিশোরীর যৌনাঙ্গ ফেলে যায়। বিষয়টি ওই কিশোরীর বাবা-মা ছেলে বাবা কালাম তপাদারকে জানালে বিষয়টি তারা পারিবারিকভাবে মিমাংসা করবে বলে কিশোরীর বাবা-মাকে আশ্বস্ত করে।
কিন্তু তারা ওই বিষয়ের মিমাংসা না করে নানাভাবে টালবাহানা করতে করতে সময়ক্ষেপণ করে। অবশেষে ওই কিশোরীর বাবা-মা বিষয়টি বুঝতে পেরে কিশোরীকে চিকিৎসার জন্যে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসে।
কর্তব্যরত ডাক্তার জানান, প্রায় ৬ দিন দেরিতে আসায় মেয়েটির ধর্ষিত হওয়ার আলামত মেয়েটির শরীর থেকে মুছে গেছে। ফলে এখন আর এ বিষয়টি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না।
কিশোরীর বাবা জানান, ‘আমরা গরিব মানুষ, কেইস মামলা করার ট্যাকা পামু কুথায়? আমার মাইয়াডারে আমার ভাইয়ের পোলা এই কাম করলো, আল্লাহ তার বিচার করুন।’
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫