Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জে সিএনজি বাইকের এক্সেলেটর ভেঙ্গে দুর্ঘটনা : আহত ৫

ফরিদগঞ্জে সিএনজি বাইকের এক্সেলেটর ভেঙ্গে দুর্ঘটনা : আহত ৫

মিজানুর রহমান রানা | আপডেট: ০৭:৫৩ অপরাহ্ণ, ১০ আগস্ট ২০১৫, সোমবার

সিএনজি বাইকের এক্সেলেটর ভেঙ্গে সোমবার ১২টায় গাছতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে ৫ জন।

জানা যায়, ফরিদগঞ্জ মদনেরগাঁও পাটওয়ারী বাড়ি এলাকার জসিমের অন্তস্বত্ত্বা স্ত্রী ফাতেমা বেগমকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসার সময় বাগাদী গাছতলা এলাকায় এলে হঠাৎ করে সিএনজি বাইকের এক্সেলেটর ভেঙ্গে যায়। সাথে সাথে গাড়িটি উল্টে গাড়ির যাত্রী ফাতেমার আত্মীয় স্বজন লোকমান পাটওয়ারীর ছেলে খলিল (৩৫), ছাত্তার বেপারীর মেয়ে মুনমুন (২১), খলিলের স্ত্রী জেসমিন (২২), ইমরানের কন্যা মিনু (২) আহত হয়।

তবে অলৌকিকভাবে অন্তস্বত্ত্বা ফাতেমা বেগম ওই দুর্ঘটনায় কোনোপ্রকার আঘাত পায়নি বলে তার আত্মীয়-স্বজনরা জানান।

 

 চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫