চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ ফারজানা বেগম(৪০) নামে এক তিন সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে।
এনিয়ে গত তিন দিনে ৪টি লাশ উদ্ধার করলো পুলিশ।
১৭ সেপ্টেম্বর শুক্রবার সকালে থানা পুলিশ ওই গৃহবধুর ঝুলন্ত লাশ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী গ্রামের ঢালী বাড়ির স্বামীর ঘর থেকে উদ্ধার করে দুপুরে পোস্টমর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করে।
জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী গ্রামের সৌদি প্রবাসী আ: মমিনের সাথে সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা গ্রামের এরশাদ উল্যার মেয়ে ফারজানার বিয়ে হয়। তাদের সংসারে তিন সন্তান রয়েছে।
স্বামী আ: মমিন দীর্ঘদিন ধরে সৌদি আরব থাকেন।
শুক্রবার সকালে ওই বাড়ির লোকজন ফারজানা লাশ ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশের কাছে সংবাদ দেয়।
ধারনা করা হচ্ছে বৃহষ্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে ওই গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
গৃহবধুর ভাই বিল্লাল পাটওয়ারী জানান, তার বোন সুখে শান্তিতেই সংসার করছিল। কেন সে আত্মহত্যা করলো বুঝতে পারছি না।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক মো: নাছির জানান, সংবাদ পেয়ে শুক্রবার সকালে লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য দুপুরে চাঁদপুর পাঠানো হয়েছে।
প্রতিবেদকঃ শিমুল হাছান
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur