চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মাহমুদা আক্তার নামের দুই বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
১৫ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় উপাদী ইউনিয়নের পিংড়া বাজার প্রধানীয়া বাড়িতে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত শিশু মাহমুদা আক্তার ওই বাড়ির সাইফুল ইসলামের মেয়ে।
নিহত শিশুটির ফুফু সালমা বেগম জানান, তার ভাইয়ের মেয়ে শিশু মাহমুদা আক্তার বুধবার সন্ধ্যায় মাগরিবের কিছুক্ষণ পূর্বে তার মাকে খুঁজতে গিয়ে খেলার ছলে বাড়িতে থাকা একটি পুকুরের পানিতে পড়ে যায়।
এদিকে তার মা মাগরিব নামাজ শেষ করে মেয়েকে ঘরে দেখতে না পেয়ে অনেক খুঁজাখুঁজির পর পুকুরের পানিতে ভেসে উঠতে দেখেন। তারা তাকে ওই অবস্থায় দেখে প্রথমে ভেবেছেন শিশুটির মৃত্যু হয়েছে।
পরবর্তীতে তার হাত-পা নড়তে দেখে তারা তাকে সেখান থেকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
স্টাফ করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur