চাঁদপুরের ইলিশের ঐতিহ্য ধরে রাখতে গত কয়েক বছর পূর্বে শহরের বড় স্টেশন মোলহেড পর্যটন কেন্দ্রে
সেলফিজোন নামে একটি ইলিশ ভাস্কর্য স্থাপন করা হয়েছে।
এই ইলিশ সেলফি জোনটি জেলা এবং জেলার বাইরের বিভিন্ন দর্শনার্থীদের দৃষ্টি কাড়লেও ইলিশটি একট পিলারের উপর শূন্যে ভেসে থাকার কারনে তার প্রকৃত সৌন্দর্য ফুটে উঠেনি। তাই অনেকেই মনে করছেন ভাস্কর্যের এই ইলিশটিকে যদি এভাবে পিলারের উপর না ভাসিয়ে একটি হাতে মাছটিকে ধরে রাখা হয়েছে।

উপরের এই আঁকা ছবিটির মতো যদি সেটি নির্মান করা হতো তাহলে এর সৌন্দর্য আরো অনেক বেশি বৃদ্ধি পেতো। একই সাথে বাস্তবতা এবং ভাস্কর্যের সাথে তা মিল থাকতো।
কারণ ইলিশ কখনো শূন্যে, লাঠি বা পিলারের ওপর শোভা পায়নি। ইচ্ছে করলে বর্তমানের এই পিলার টিকেও নির্মান শিল্পীরা এটিকে একটি হাত হিসেবে নতুন করে নির্মাণ করতে পারেন।
বিষয়টি ইলিশ ভাস্কর্যের এই প্রস্তাবটুকু কৃর্তপক্ষ বিবেচনায় রাখার অনুরোধ সচেতন মহলের।
প্রতিবেদক: কবির হোসেন মিজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur