ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ৩২১ জন। এর মধ্যে ঢাকায় ২৪৬ জন এবং ঢাকার বাইরে ৭৫ জন নতুন রোগী ভর্তি হয়েছে। তাছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫৪ জন। আর এই মাসে রোগী ভর্তি হয়েছেন ৩ হাজার ৮৬৫ জন।
সোমবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৭১ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকায় আছেন এক হাজার ৮০ জন, আর বাকি ১৯১ জন অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ১৪ হাজার ২২১ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১২ হাজার ৮৯৬ জন।
ঢাকা ব্যুরো চীফ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur