দৃশ্যটি চাঁদপুর বড় স্টেশন মোলহেড পর্যটন কেন্দ্র এলকার উত্তর দিকে নদীর তীরবর্তী স্থানের। যেখান দিয়ে ব্লকের তৈরি পথে প্রতিদিন শত, শত দর্শানার্থী চলাচল করে থাকে। আর চলাচলের ওইস্থানে দিয়ে একটি বড় ড্রেন নদীতে বয়ে গেছে।
কিন্তু সরজমিনে দেখা গেছে ড্রেনের উপর দিয়ে চলাচলের স্থানে কোনো প্রকার স্লাব না থাকায় দর্শনার্থীদের দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়।
এখানে প্রতিদিন জেলার এবং জেলার বাইরে থেকে বিভিন্ন পর্যটকরা ঘুরতে আসে। কিন্তু দেখা গেছে অনেক দর্শনার্থী নিজেদের অজান্তে অনাকাঙ্ক্ষিতভাবে এই স্থানটিতে দুর্ঘটনার কবলে পড়েন। বিশেষ করে রাতের বেলায় অন্ধকার থাকায় এবং ড্রেনটির উপরে কোন স্লাব না থাকার কারণে অনেক দর্শনার্থী এখান দিয়ে চলাচল করতে গিয়ে ড্রেনে পড়ার উপক্রম হয়।
চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী একমাত্র পর্যটন কেন্দ্র চাঁদপুর বড় স্টেশন মোলহেডের এই স্থানটিতে ড্রেনের উপর একটি স্লাব দেওয়া খুবই জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন সচেতন মহল।
প্রতিবেদক: কবির হোসেন মিজি