আশিক বিন রহিম | আপডেট: ১০:১২ অপরাহ্ণ, ০৯ আগস্ট ২০১৫, রোববার
চাঁদপুরে কর্তব্যরত কোস্টগার্ড স্টেশন সদস্যরা মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় পৌনে ২ কোটি টাকার কারেন্ট জাল ও পলিথিন আটক করেছে।
শনিবার গভীর রাতে স্টেশন কমান্ডার লে. নুরুজ্জামান শেখের নেতৃত্বে চাঁদপুর লঞ্চ টার্মিনাল ঘাট এলাকায় যাত্রীবাহি লঞ্চে তল্লাশি অভিযান করেন। রাত সাড়ে ১০ টা থেকে দেড়টা পর্যন্ত অভিযান চালিয়ে দক্ষিণাঞ্চলে যাত্রীবাহি এমভি জাহিদ-৭ হতে ৫ লক্ষ ২৮ হাজার বর্গমিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫০ কেজি নিষিদ্ধ পলিথিন আটক করে। আটক পলিথিন পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। আটক কারেন্ট জাল ও পলিথিনের মূল্য প্রায় ১ কোটি ৮৪ লাখ ৫৭ হাজার ৫ শত টাকা বলে জানায় কোস্টগার্ড। পরে আটক কারেন্ট জালগুলো গতকাল সকাল ১০ টায় আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জেলা কোস্টগার্ডের এ অভিযান অব্যাগত থাকবে বলে জানা যায়।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur