ল্যাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো খেলার পর এখন ফুটবলাররা ব্যস্ত হয়ে পরছেন ক্লাবের ম্যাচের জন্য। ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে শনিবার মাঠে নামছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এবারের মৌসুমে এটি তাদের পঞ্চম ম্যাচ।
এই ম্যাচে প্যারিস জায়ান্টদের প্রতিপক্ষ ক্লেমন্ট ফুট। বাংলাদেশ সময় শনিবার রাত ৯ টায় শুরু হবে ম্যাচটি।জাতীয় দলের হয়ে গতকালই খেলেছেন মেসি-নেইমার-ডি মারিয়ারা। তাই আজ ক্লেমন্ট ফুটের বিপক্ষে পিএসজির এই ম্যাচে খেলা হচ্ছে না মেসি-নেইমারদের। আজকের ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে নেই তারা। তবে আগেই প্যারিসে চলে আসা ব্রাজিলীয় তারকা মার্কিনিওস আছেন স্কোয়াডে।

এখন পর্যন্ত চার ম্যাচে খেলে প্রতিটিতেই জয় পেয়েছে পিএসজি। রয়েছে লিগ ওয়ানের পয়েন্ট তালিকার শীর্ষেও। প্রথম তিন ম্যাচে মেসি-নেইমাররা খেলেননি। চতুর্থ ম্যাচে নেইমার ৬৫ মিনিট ও মেসি ২৫ মিনিটের মতো খেলেছেন। সাবেক রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোসের তো পিএসজির হয়ে অভিষেকই হয়নি। দলটির হয়ে দুর্দান্ত ফর্মে আছেন কিলিয়ান এমবাপ্পে, ডি মারিয়া, মাওরো ইকার্দি ও আশরাফ হাকিমিরা।
১১ সেপ্টেম্বর, ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur