চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসন মৎস্য সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
১০ সেপ্টেম্বর শুক্রবার বিকালে উপজেলার দশানী এলাকায় অভিযান পরিচালনা করে লক্ষাধিক টাকার চায়না রিং চাই জব্দ ও জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।
জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের নেতৃত্বে অভিযান চলাকালে দশানী এলাকা থেকে ০৯ টি চায়না রিং চাই/জাল ( দশ হাজার মিটার) জব্দ করে। যার মূল্য লক্ষাধিক টাকা। জব্দকৃত অবৈধ জাল ও চায়না রিং চাই/জাল জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, জেলেরা অবৈধ জাল ব্যবহার করে বিভিন্ন জাতের মাছ ও মাছের পোনা নস্ট করছে। সরকারের নিষেধ এমন জাল ব্যবহার করে মাছ ধরা যাবে না। সরকারি নিয়ম না মেনে কোনো জেলে মাছ ধরলে তাদের বিররুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur