চাঁদপুরের শ্রেষ্ঠ কৃষি অফিসার হিসেবে পুরষ্কার গ্রহণ করেন মতলব দক্ষিণ উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ দিলরুবা খানম।
৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুর উপ-পরিচালকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার গ্রহণ করেন তিনি।
শ্রেষ্ঠ উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ দিলরুবা খানমকে পুরষ্কার তুলে দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অন্ঞলের অতিরিক্ত পরিচালক মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক মোঃ জালাল উদ্দিন। এ সময় জেলা ও উপজেলার কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur