সরকার চিনির দাম নির্ধারণ করে দিয়েছে। আজ শুক্রবার থেকে পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত প্রতিকেজি খোলা চিনি ৭৪ টাকা এবং প্যাকেট চিনি ৭৫ টাকা দরে বিক্রি করতে হবে।
৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে মিল মালিকদের বৈঠকে এ দাম নির্ধারণ করা হয়। বৈঠকে চিনি উৎপাদনকারী সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, দেশবন্ধু গ্রুপসহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান সাংবাদিকদের জানান, এই সিদ্ধান্ত আগামীকাল (শুক্রবার) থেকে কার্যকর হবে।
সম্প্রতি খুচরা বাজারে প্রতিকেজি খোলা চিনি ৮০ টাকা এবং প্রতিকেজি প্যাকেট চিনির দাম ৮০ টাকা ছাড়িয়ে যায়। এই প্রেক্ষাপটে প্রথমবারের মতো চিনির দাম বেঁধে দিয়েছে সরকার।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur