কচুয়ায় নুরুল আজাদ কলেজের প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার নুরুল আজাদ কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মিলাদের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ মো. সেলিম মিয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক কামরুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মো. হান্নান মজুমদার।
বক্তব্য রাখেন, কলেজের প্রভাষক মোস্তফা কামাল, মনপুরা বাতাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা,বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীর,ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম,আওয়ামী লীগ নেতা হানিফ মিয়া,সমাজসেবক হাজী রুহুল আমিন ও দেলোয়ার হোসেন প্রমুখ।
এসময় শিক্ষক,অভিভাবক ও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন হাফেজ ক্বারী তাজুল ইসলাম।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur