চাঁদপুর জেলার কচুয়া উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে ৮ সেপ্টেম্বর ‘২১ তারিখ জাতীয় ইমাম সমিতি ও ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির কচুয়া উপজেলা কমিটির নেতৃবৃন্দ এবং মউশিক প্রকল্পের ফিল্ড সুপারভাইজারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইফা. চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাও.সাইফুদ্দিন খন্দকার, জাতীয় ইমাম সমিতি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো.আবদুস সালাম এবং ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো.আবদুর রহমান।
বক্তাগণ ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্য সংখ্যা বৃদ্ধি, অনাদায়ী ঋণ আদায়সহ, সন্ত্রাস,জঙ্গিবাদ, বাল্যবিবাহ, মাদক এবং করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি অব্যাহত রাখতে ইমাম সাহেবদের অনুরোধ জানান।
সিনিয়র করেসপন্পেন্ট , ৯ সেপ্টেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur