চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
৬ সেপ্টেম্বর সোমবার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে এস.আই আবদুল কুদ্দুস সঙ্গিয় ফোর্সসহ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের দক্ষিণ বিষেরবন্দ এলাকায় অভিযান পরিচালনা করে, পূর্ব লাউতলী এলাকার সোয়াত আলী মিজি বাড়ির মৃত ইউসুফ আলীর ছেলে মাদক ব্যবসায়ী মো. ইব্রাহিম (৬০) কে ৯০ পিস ইয়াবাসহ আটক করেছে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, পুলিশের বিশেষ অভিযান কালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদকঃ শিমুল হাছান
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur