বেশী বেশি মাছচাষ করি বেকারত্ব দুর করি এ বিষষের আলোকে চাঁদপুরের হাইমচরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নিবন্ধিত কার্ডধারী জেলেদের মাঝে বিকল্প কর্মসুচির উপকরণ বিতরণ এবং মৎস্য চাষী, ব্যক্তি প্রতিষ্ঠান কে পুরস্কার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহল চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য অফিসার মোঃ মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী।
বিশেষ অতিথি চাঁদপুর জেলা স্টেশনে কমান্ডার রুহান মন্ঞ্জর, হাইমচর প্রেসক্লাবে সভাপতি মোঃ খুরশিদ আলম শিকদার, কৃষি অফিসার দেবব্রত সরকার, জেলে প্রতিনিধি মানিক দেওয়ান, মাছচাষী মোঃ আশ্রাফুল আমল প্রমূখ।
পরে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।
প্রতিবেদকঃ মোঃ ইসমাইল
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur