চাঁদপুরের হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৩১ আগস্ট বেলা ১১টায় উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ডাটরা শিবপুর গ্রামের মুন্সী বাড়িতে রাব্বি (৪) নামের শিশুর মৃত্যু হয়। রাব্বি ওই বাড়ির মেহেদী হাসানের ছোট ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, রাব্বি সকালে খেলার সময় পরিবারের অগোচরে বাড়ির পুকুরে পড়ে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায় তাকে পানিতে ভাসতে দেখেন পরিবারের লোকজন। এ সময় দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আহমেদ তানভির হাসান বলেন,`সব ধরনের পরীক্ষা করে শিশুটিকে মৃত বলে জানাই। মূলত হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, শিশুর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শরীফুল ইসলাম ,৩১ আগস্ট ২০২১
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur