ঈদের নাটক ‘আলো’র জন্য ছোটপর্দার তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে সম্মান জানাল বাংলাদেশ পুলিশের উইমেন্স নেটওয়ার্ক (বিপিডব্লিউএন)। কর্মক্ষেত্রে একজন নারী সার্জেন্টের ঘাত প্রতিঘাত, প্রতিবন্ধকা নাটকে দারুণভাবে উপস্থাপন করায় এই সম্মান জানানো হয় নির্মাতা হিমি ও মেহজাবিন চৌধুরীকে। নাটকটির রচয়িতা হিসেবে এই সম্মাননা পেয়েছেন মেহজাবিন। এতে অভিনয়ও করেছেন তিনি।
বৃহস্পতিবার মেহজাবীনের হাতে সম্মানসূচক ক্রেস্টটি তুলে দেন বাংলাদেশ উইমেন্স নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) এর সভাপতি ও ডিআইজি (প্রটেকশন এন্ড প্রটোকল), স্পেশাল ব্রাঞ্চ আমেনা বেগম।
আমেনা বেগম বলেন, বাংলাদেশ উইমেন্স নেটওয়ার্ক এর পক্ষ থেকে আজকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে সম্মান জানিয়েছি। কারণ কিছুদিন আগে মেহজাবীন ও তার টিম একজন নারী পুলিশ সার্জেন্ট এর গল্প নিয়ে একটি নাটক করে, নাটকটি আমাদের মহলে প্রশংসিত হয়। এই নাটকের কারণে অনেকের মধ্যে একটি ধারণা পরিস্কার হয় যে, রাস্তায় ট্রাফিক ডিউটি পালন করতে গিয়ে নারী পুলিশ অফিসারদের ত্যাগ তিতিক্ষার কথা অনেকে জানতে পেরেছেন।
আমেনা বেগম বলেন, মেহজাবীনের সাথে আমাদের কথা হয়েছে, ভবিষ্যতে আরো বিভিন্ন কর্মক্ষেত্রের চ্যালেঞ্জসমূহ নিয়ে আবার তার সাথে বসবো।
অভিনেত্রী মেহজাবীন বলেন, যখন এই কাজটি করি, তখন বুঝিনি বাংলাদেশ পুলিশ এই নাটকটি দেখবে এবং সবাই এতো পজিটিভ ফিডব্যাক দিবেন। শুধু তাই না, আয়োজন করে যে সম্মান তারা আমাদের আজকে দিলেন, এটা যে কোনো অভিনয় শিল্পী বা নির্মাতার জন্য দারুণ অভিজ্ঞতার। ভবিষ্যতে আমরা বাংলাদেশ পুলিশের ইতিবাচক দিকগুলো নিয়ে আরো কাজ করতে পারবো, সেটার জন্য এই পুরস্কার অনুপ্রাণিত করবে।
মেহজাবীন জানান, ২০১৯ সালে গাড়ি নিয়ে জ্যামে আটকে থাকার সময় একটি ঘটনা দেখে ‘আলো’ নাটকের গল্পের প্লট তার মাথায় আসে। তিনি জ্যামে গাড়িতে বসে দেখেন একটু দূরে একজন নারী সার্জেন্ট পিকাপ ড্রাইভারের সাথে বাকবিতণ্ডায় জড়িত। মেহজাবীন লক্ষ্য করেন, সার্জেন্টটি নারী হওয়ায় পিকাপ চালক তার কথাকে খুব একটা গুরুত্ব দিচ্ছিলেন না। সেই মুহূর্তের ছবিটাও নিজের গাড়িতে বসে তুলেন মেহজাবীন। যার উপর ভিত্তি করেই ‘আলো’ নাটকটি নির্মিত হয়। যা সাধারণ দর্শকের পাশাপাশি বাংলাদেশ পুলিশও কাজটি পছন্দ করেন
ঢাকা চীফ ব্যুরো, ২৭ আগস্ট, ২০২১;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur