লবি রহমান কুকিং ফাউন্ডেশন চাঁদপুরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শারমিন আক্তার জুই। লবি রহমানের অফিসিয়াল ফেইসবুক পেইজে ২৬ আগস্ট বৃহস্পতিবার চাঁদপুরের নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণা করা হয়।
লবি রহমানের ঘোষিত ফেইসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো-
অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। লবি রহমান কুকিং ফাউন্ডেশনের চঁাদপুরের নব নির্বাচিত প্রেসিডেন্ট সবার প্রিয়মুখ শারমিন আক্তার জুই। জুই অনেক বড় বড় কাজ নিজ দায়িত্বে সফলভাবে সম্পন্ন করেছে। তাই তার প্রতি বিশ্বাস ও আস্থা রয়েছে। পরস্পরের সাথে আলোচনার মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষের স্বার্থে এই ফাউন্ডেশনের মাধ্যমে কাজ করে সফলতা বয়ে আনবে।
এদিকে নব নির্বাচিত প্রেসিডেন্ট জুই আক্তার দায়িত্ব পেয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেন, আমি সর্বপ্রথম মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ জানাই এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট লবি রহমানকে। তিনি আমাকে আমার জন্মভূমি চাঁদপুরের দায়িত্ব দেওয়ায়।
তিনি আরো বলেন, সমাজের কল্যাণে কোনো কাজ একা করা সম্ভব নয়, সকলের সহযোগিতায় কল্যাণমূলক কাজ করা যায়। তাই আমার আশা ও বিশ্বাস সকলের সহযোগিতা নিয়ে চাঁদপুরের সুবিধা বঞ্চিত মানুষের স্বার্থে কিছু করার চেষ্টা করবো।
উল্লেখ্য, শারমিন আক্তার জুই চাঁদপুরে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য, ও পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম শফিকুর রহমান ভূইয়ার বড় মেয়ে।
স্টাফ করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur