চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হাবিব-উল-করিমকে বদলী করা হয়েছে। তার জায়গায় অতিরিক্ত দায়িত্ব হিসেবে সিভিল সার্জন ডা.সাখাওয়াত উল্লাহকে দায়িত্ব দেয়া হয়েছে।
২৬ আগস্ট বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আদেশে তাকে বদলী করা হয় নোয়াখালী ম্যাটসের পিন্সিপাল হিসেবে। মন্ত্রণালয়ের উপ-সচিব জাকির পারভীন স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা গেছে।
চাঁদপুরে করোনার শুরু থেকে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করে আসছেন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
হাসপাতাল সূত্র জানায়, সম্প্রতি চাঁদপুর জেনারেল হাসপাতাল পরিদর্শনে আসে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির। এ সময় তিনি সার্বিক পরিস্থিতি দেখে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এর প্রেক্ষিতেই ডা. হাবিব উল করিমকে বদলি করা হয়।
সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নতুন কোন তত্ত্বাবধায়ক না আসা পর্যন্ত আমাকে দায়িত্ব পালন করতে হবে।
স্টাফ করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur