Home / বিশেষ সংবাদ / শাহরাস্তিতে ট্রেনে কাটা পড়ে জাহিদ নামের মাদ্রাসা ছাত্র নিহত
শাহরাস্তিতে ট্রেনে কাটা পড়ে জাহিদ নামের মাদ্রাসা ছাত্র নিহত
ফাইল ছবি

শাহরাস্তিতে ট্রেনে কাটা পড়ে জাহিদ নামের মাদ্রাসা ছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | আপডেট: ০৯:৪৬ অপরাহ্ণ, ০৮ আগস্ট ২০১৫, শনিবার

শাহরাস্তিতে ট্রেনে কাটা পড়ে জাহিদ নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। শনিবার (৮ আগস্ট) দুপুর ১টার দিকে চাঁদপুর-লাকসাম রেললাইনের ওয়ারুক গুন্টিঘরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ (১৬) কুমিল্লা জেলার বরুড়া থানার পেরপেটি গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় তার শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা চাঁদপুর টাইমসকে জানায়, জাহিদ ও তার খালাতো ভাই রাকিব একসাথে সাগরিকা এক্সপ্রেস ট্রেনযোগে চাঁদপুরে বেড়াতে আসছিলো। ট্রেনটি ওয়ারুক রেল গেটের কাছে আসলে রেললাইনের পাশে থাকা মোবাইল কোম্পানির থ্রিজির তারের সাথে বাড়ি লেগে নিচে ছিটকে পড়ে যায়।

এসময় জাহিদের শরীর কয়েক টুকরো হয়ে যায়। বিকেলে ড্রেম্যু ট্রেনে করে জাহিদের লাশ চাঁদপুর জিআরপি থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে চাঁদপুর জিআরপি’র ইনচার্জ ওচমান গণি পাঠান বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর টাইমসকে বলেন, জাহিদের লাশ নেওয়ার জন্য তার চাচা থানায় এসেছে। ময়নাতদন্ত শেষে পরিবারের লোকজনের কাছে লাশ হস্তান্তর করা হবে।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫