‘ইলিশের বাড়ি’ খ্যাত চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে এবার কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না জেলেরা। জাল ফেলে অনেকটা খালি হাতেই ফিরে আসছেন। এতে হতাশ জেলেরা। ভরা মৌসুমেও ইলিশ না পাওয়ায় প্রশ্ন উঠছে—ইলিশ এখন আছে কোথায়?
ইলিশ গবেষকরা বলছেন, এখন সাগর মোহনায় চলাফেরা করছে ইলিশের দল। এ কারণে উপকূলীয় এলাকা হাতিয়ায় ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে। আর ওই ইলিশগুলো আসছে চাঁদপুর মাছঘাটে।
ইলিশ গবেষক ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (নদী কেন্দ্র) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আনিছুর রহমান বলেন, ইলিশ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। প্রচুর ইলিশ আমদানি হয়।। এখন হয়তো চাঁদপুর নদী অঞ্চলে খুব বেশি পাচ্ছেন না জেলেরা। শিগগিরই এই অঞ্চলে ইলিশের প্রাপ্যতা বাড়বে।
তিনি বলেন, এখন চাঁদপুর অঞ্চলে ইলিশ কম পাওয়াটা স্বাভাবিক। কারণ, বুড়িগঙ্গা, শীতলক্ষ্মা নদী দূষণ এবং পদ্মা-মেঘনায় চর ও ডুবোচরের কারণে কিছু সমস্যা হচ্ছে।
ড. আনিছুর রহমান আরও বলেন, বর্তমানে ইলিশ মোহনা উপকূল তথা ভোলা, চট্টগ্রাম, কক্সবাজার ও পটুয়াখালীর দক্ষিণে আছে। এর মধ্যে কোনও কোনও জায়গায় ইলিশ ধরা পড়ছে। কক্সবাজার ও বরিশাল মোকামে ভালো ইলিশ আসছে। অমাবস্যা-পূর্ণিমাতে ইলিশ আরও বেশি ধরা পড়বে। অর্থাৎ, আরও ১২ দিন পর চাঁদপুর নদী অঞ্চলসহ অন্যান্য স্থানে ইলিশ বেশি ধরা পড়বে।
এই গবেষক বলেন, আমরা শুধু নদী থেকে জাল দিয়ে ইলিশ ধরে খাচ্ছি। কিন্তু তাদের চলাচলের পথ সুগম করার ব্যবস্থা নিচ্ছি না। আমরা কি ইলিশ চলাচলের পথ ঠিক রাখার জন্য ড্রেজিং করি? কোথাও যদি ফেরি আটকে যায় তাহলে সে অঞ্চলেই শুরু ড্রেজিং করা হয়।
চাঁদপুর করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur