বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চাঁদপুর জেলা শাখার আয়োজনে একুশে আগস্ট গ্রেনেড হামলায় আহত বেগম আইভী রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ মঙ্গলবার বিকেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও মিলাদ শেষে জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে গরীব অসহায়দের মাছে বস্ত্র বিতরণ করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও প্যানেল মেয়র অ্যাড. হেলাল হোসেন। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েলের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি জাহিদুল রহমান জাহিদ, অ্যাড. আতাউর রহমান পাটওয়ারী, জসিম উদ্দিন রাসেল, মো.মাঈনুদ্দিন আরিফ সুমন, শরীফ উল্ল্যা সরকার, ফারুক হোসেন ভূঁইয়া, যুগ্ম সম্পাদক কাউছারুল আলম কামরুল, সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ, কাউন্সিলর পিন্টু সাহা, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন হাওলাদার, দপ্তর সম্পাদক রনজিৎ সাহা মুন্না, শিশু ও পরিবার বিষয়ক সম্পাদক জাকির পাটওয়ারী, উপ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম শাওন, প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক শফিক গাজী, সদস্য মেজবাহ উদ্দিন সুমন, রুবেল হোসেন, ইফতেখার হারুন, হুমায়ন হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বাদল গাজীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শহরের জোড় পুকুর পাড় বাইতুল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আল আমিন।
প্রতিবেদক: আশিক বিন রহিম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur