Home / চাঁদপুর / চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতির সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতির সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া


আশিক বিন রহিম:

চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সভাপতি প্রবীণ রাজনীতিবীদ শেখ মতিউর রহমান মতির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে দোয়া ও মিলাদ পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক। ।
জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডঃ সেলিম উল্ল্যাহ সেলিমের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সফিউদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আঃ হামিদ মাস্টার।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামাদলের সাধারণ সম্পাদক আলহাজ¦ এস এম গোলাম মাওলা। দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির প্রবীণ নেতা নুরুল ইসলাম মৃধা, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু, দেওয়ান মোঃ সফিকুজ্জামান মুনির চৌধুরী, কাজী গোলাম মোস্তফা, খলিল গাজী, ফেরদৌস আলম বাবু, অ্যাডঃ হারুনুর রশীদ, জেলা যুবদলের সভাপতি শাহাজালাল মিশন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, যুগ্ম-সম্পাদক কাইউম খান, জেলা স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব হয়রত আলী ঢালী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল গাজী বাহার, যুগ্ম-আহ্বায়ক মাসুদ মাঝি, শহর স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক মেরাজ চোকদার, সদর উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক সলেমান ঢালী, জেলা জিয়া মঞ্চ সভাপতি সোয়েব মোঃ কলিম সহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।