চাঁদপুরে খাদ্যসহ অন্যান্য পন্যে গুণগত মান নিশ্চিত করনে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে বিএসটিআই কুমিল্লা বিভাগীয় কার্যালয়।
২৩ আগস্ট সোমবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসনের সহযোগীতায় শহরের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন বিএসটিআই কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক মো.তারেক রহমান।
এসময় চাঁদপুর শহরের পুরোনো বাসস্টেশন এলাকায় মরিয়ম সুইটস নামে একটি মিস্টির দোকান মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আজিজুন্নাহার।
এছাড়াও অভিযান চলাকালে পুরোনো বাসস্টেশন এলাকার ফয়সাল শপিং কমপ্লেক্সের পিক এন্ড পে নামক ডিপার্টমেন্টাল স্টোরকে খাদ্যসহ অন্যন্য পণ্য বিক্রিতে সরকারি নির্দেশনা মেনে চলায় বিএসটিআই ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
পাশাপাশি মুসলিম সুইটস ও বনফুল সুইটসকে খাদ্যপণ্যের গুণগত মান নিশ্চিত করে ব্যবসা পরিচালনা করার নির্দেশ প্রদান করা হয়।
বিএসটিআই কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক মো.তারেক রহমান বলেন, বিএসটিআই এর এমন অভিযান আগামীতেও অব্যহত থাকবে।
প্রতিবেদক: আশিক বিন রহিম,২৩ আগস্ট ২০২১