চাঁদপুরের কচুয়া উপজেলার বুধুন্ডা গ্রামে প্রবাসীদের সহযোগিতায় স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করা হয়েছে।
২৩ আগস্ট সোমবার বুধুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় উত্তর পাশে ব্রীজ সংলগ্ন এলাকা থেকে প্রধানীয়া বাড়ি পর্যন্ত নিজ অর্থায়নে ইট,বালি ও অন্যান্য উপকরণ দিয়ে রাস্তা মেরামত করা হয়। এসময় বুধুন্ডা গ্রামের প্রবাসী মো. জামাল প্রধান,মনিরুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল বারেক সর্দার, শরীফ প্রধান,সিফাত,হানিফ,মেহেদী,ডালিমের যৌথ উদ্যোগে এ রাস্তাটি সংস্কার করা হয়।
প্রবাসী মো. জামাল হোসেন বলেন, এ রাস্তা দিয়ে প্রতিদিন বিভিন্ন স্কুল-কলেজগামী শিক্ষার্থী,হাট-বাজারমুখী ক্রেতা-বিক্রেতাসহ এলাকাবাসী যাতায়াত করে থাকে। কিন্তু রাস্তাটির বেহাল দলা হওয়ায় প্রতিনিয়ত আমরা নানান সমস্যার মধ্যে দিন কাটাচ্ছি।
উল্লেখ্য যে, কচুয়া উপজেলার উত্তর বুধুন্ডা গ্রামবাসীর প্রবেশের একমাত্র রাস্তাটি দীর্ঘ কয়েক বছর যাবত বর্ষাসহ বৃষ্টি মৌসুমে চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। ফলে এই এলাকার হাজারো মানুষ চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হয়। ফলে রাস্তাটির দ্রুত পাকাকরণের দাবি জানিয়েছে এলাকাবাসী।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৩ আগস্ট ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur