২০০৪ সালের একুশ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার ১৭ তম বার্ষিকীর দিনে,জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হাজীগঞ্জের রাজপথে বিক্ষোভ মিছিল।
শনিবার বিকেলে হাজীগঞ্জ বাজারে পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাছান রাব্বি’র নেতৃত্বে প্রায় শতাধিক ছাত্রলীগের নেতা কর্মী ততকালীন বিএনপি জামায়াতের বর্বরোচিত এ গ্রেনেড হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
পরে একই দিন হাজীগঞ্জ শাহরাস্তি আসনের গনমানুষের নেতা মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি’র উন্নয়ন কমিটির ব্যানারে আয়োজিত শোকসভা মিছিলের নেতৃবৃন্দ যোগ দিতে দেখা যায়।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur