চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সুমন দাস নামে এক যুবকে দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ভোর রাতে গন্ধর্ব্যপুর (উ:) ইউনিয়নের পূর্ব গন্ধর্ব্যপুর বড় বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।
দোকানের মালিক গন্ধর্ব্যপুর গ্রামের শৈলন দাসের ছেলে সুমন দাস সোমবার সকালে দোকান খুলতে গিয়ে দেখে তার দোকানটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়রা জানান, সে কিছু দিন আগে দোকানটি সাজিয়েছ। এখানে মুদি ও কনফেকশনাী মালামাল ছিল। রোববার রাতে সে দোকান বন্ধ করে বাড়ি যায়। সোমবার সকালে এসে দেখে সম্পূর্ণ দোকান পুড়ে গেছে।
সুমন দাস জানায়, তার দোকানে দুইটি কম্পিউটার, একটি ল্যাপটপ, সিসিক্যামেরা ও তিন লাখ টাকার মুদি মালামাল নগদ ৪৫ হাজার টাকা ছিল।সবমিলে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক সকসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
স্থানীয় ইউপি সদস্য ফিরোজ আহম্মদ হিরা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দোকানের মালামালগুলো একটাও সরাতে পারে নাই।
ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম চাঁদপুর টাইমসকে জানান, দূর্ঘটনার খবর পেয়েছি। উপজেলা প্রশাসনকে অবহিত করেছি। সুমন সরকার ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা ছেয়েছেন।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২৩ আগস্ট ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur