একুশ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্মরণে চাঁদপুর জেলা যুবলীগের আয়োজনে আলোচনা সভা, দোয়া মিলাদ, গরীব-অসহায়দের মাঝে খাদ্য সহায়তা প্রদান ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেছেন।
২১ আগস্ট শনিবার বিকেলে শহরের ছায়াবানী মোড় এলাকায় জেলা যুবলীগের অস্থায়ী কার্যালয়ে চাঁদপুর জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম।
জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু পাটওয়ারীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ঝন্টু দাস, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল হোসেন পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক কে এম মাসুদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাসিব পাটওয়ারী, জেলা যুবলীগের সদস্য রিপন ভদ্র, শওকত গাজী, সদর উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি শেখ মহসিন, সদর থানা যুবলীগের যুবনেতা মো. হোসেন, আবু নঈম নয়ন পাটওয়ারীসহ আরো অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ আগষ্ট আমাদের প্রাণ প্রিয় জননেত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য রাষ্ট্রীয় মদদে গ্রেনেড হামলা চালানো হয়েছে। সেদিন আল্লাহর অশেষ রতমতে আসাতের নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেচে গেলেও আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী প্রাণ হারান। শত শত নেতাকর্মী আজও স্পিন্টারের ক্ষত নিয়ে দূর্বিশহ যন্ত্রণায় দিন কাটাচ্ছেন।
আলোচনা সভা শেষে ২১আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুরাণ আদালত পাড়া জামে মসজিদের ইমাম মাও. আনোয়ার হোসেন।সবশেষে কয়েক শতাধিক গরীব-অসহায় পরিবারের মাঝে বিভিন্ন প্রকার খাদ্য সহায়তা প্রদান করা হয়।
প্রতিবেদক: শরীফুল ইসলাম, ২১ আগস্ট ২০২১