কচুয়ায় ও বিভিন্ন স্থানে ডাকাতি সহ নানান অপকর্মের সাথে জড়িত থাকার একাধিক মামলার আসামি শহীদুল ইসলাম ওরফে শহীদ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সাচার পুলিশ ফাঁড়ির এসআই মো. আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার রাজারামপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। সে একই উপজেলার রাজারামপুর গ্রামের মৃত.মন্তাজ মিয়ার ছেলে।
ডাকাত সর্দার শহীদুল ইসলামের বিরুদ্ধে কচুয়া,দাউদকান্দি,চান্দিনা,দেবিদ্বারসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
কচুয়া প্রতিনিধি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur