বাংলাদেশ কোস্টগার্ডের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী। তিনি রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হকের স্থলাভিষিক্ত হলেন। তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর চৌধুরী বাড়ির কৃতি সন্তান।
১৭ আগস্ট মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
নৌবাহিনীর এই কর্মকর্তাকে নিয়োগ দিয়ে তার চাকরি জননিরাপত্তা বিভাগের ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। এছাড়া রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হককে নৌবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
২০১৯ সালের গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে যোগ দেন এম আশরাফুল হক।
নিজস্ব প্রতিবেদক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur