চাঁদপুর টাইমস, কুমিল্লা করেসপন্ডেন্ট:
মহাসড়কের থ্রি-হুইলার যানবাহন বিশেষ করে সিএনজি চালিত অটো রিক্সা চলাচলের উপর আরোপিত সরকারি নিষেধাজ্ঞা শুক্রবার থেকে শিথিল হচ্ছে। প্রতিদিন দুই ঘন্টা করে কোন ধরনের যাত্রী ছাড়া সিএনজি চালিত অটো রিক্সা মহাসড়কে চলাচলের অনুমতি দিয়েছেন সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী।
সিএনজি চালিত অটো রিক্সা চলাচলে নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বৃহষ্পতিবার বিকেলে এক টেলিফোন বার্তায় নির্দেশনা দিয়েছেন বলে মোবাইল ফোনে জানিয়েছেন, কুমিল্লার পুলিশ সুপার মো: শাহ আবিদুর রহমান।
পুলিশ সুপার জানান, টেলিফোন বার্তায় মন্ত্রী নির্দেশ দিয়েছেন- ‘শুধুমাত্র সিএনজি নেয়ার সুবিধার্থে সকাল ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে সিএনজি চালিত অটো রিক্সা চলাচল করতে পারবে। তবে এসময় অটোরিক্সায় কোন যাত্রী বহন করতে পারবেনা।
শুক্রবার সকাল থেকে এ নির্দেশনা কার্যকর হবে বলে জানান পুলিশ সুপার।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur