চাঁদপুরে গৃহপরিচারিকা ধর্ষণ মামলার দ্বিতীয় আসামি পলাতক বাবুরহাট রূপালী ব্যাংক শাখার ব্যাংক ম্যানেজার ইলিয়াছ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
চাঁদপুর মডেল থানার ইনস্পেকটর এনামুল হক চৌধুরী ঢাকার খিলগাঁও আইসক্রিম গলির এক আত্মীয়ের বাড়ি থেকে রোববার রাতে তাকে গ্রেফতার করে।
৫ দিনের রিমান্ড চেয়ে সোমবার বিকালে তাকে আদালতে পাঠানো হয়। আদালত রিমান্ড শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠান।
মামলার তদন্ত কর্মকর্তা ইনস্পেকটর এনামুল জানান, গত সপ্তাহে শহরের আলিমপাড়ার প্রিমিয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সপ্তম তলায় ওই তরুণী গৃহকর্মীকে ধর্ষণের ঘটনা ঘটে।
এ ঘটনায় তার এক নিকটাত্মীয় বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেন। মামলার প্রথম আসামি শাহমাহমুদপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান ও তার সহযোগী পলি বেগমকে ইতঃপূর্বে গ্রেফতার করেছে পুলিশ। আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
চাঁদপুর করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur