চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার দুই দিন পর ইফাজ উদ্দিন (৪) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ১৭ আগস্ট মঙ্গলবার উপজেলার দোঘর গ্রাম থেকে শিশু ইফাজের লাশ উদ্ধার করে কচুয়া থানা পুলিশ। ইফাজ উদ্দিন একই গ্রামের প্রবাসী আরিফ হোসেনের ছেলে।
সরেজমিনে জানা যায়, গত রোববার বিকেলে বাড়ি থেকে খেলতে বের হয়ে নিখোঁজ হয় শিশু ইফাজ। এরপর অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে কচুয়া থানায় একটি নিখোঁজ ডায়েরী করা হয়।
পরে আজ মঙ্গলবার বাড়ির পশ্চিম পাশে ডোবার পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এদিকে ছেলেটি মৃগী রোগে আক্রান্ত ছিল বলে নিহতের বাবা আরিফ হোসেন জানান।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৭ আগস্ট ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur